লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) উপজেলার উদ্যোগে ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক জুলাই আন্দোলনের অভিপ্রায়ে রাষ্ট্র কাঠামোয় অবহেলিত শ্রেণী-পেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা, গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেএসডি চেয়ারম্যান আ স ম আবদুর রবের সহধর্মিণী ও জেএসডি ভাইস চেয়ারম্যান বেগম তানিয়া ফেরদৌসি (তানিয়া রব)।
মিছিলে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে অবহেলিত মানুষের রাষ্ট্রীয় অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এ সময় তারা অবিলম্বে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
Leave a Reply