গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডা. জাহিদ রায়হানের অধীনে চিকিৎসাধীন আছেন।মিডিয়া সেল থেকে জানানো হয়, নুরুল হক নুরের সার্বিক স্বাস্থ্যের খোঁজ-খবর নেয়ার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিএনপি চেয়ারপারসন মর্মাহত এবং এর নিন্দা জানিয়েছেন বলেও মিডয়া সেল থেকে বলা হয়েছে।
নুরের যথাযথ সুচিকিৎসার জন্য দাবি জানিয়েছেন খালেদা জিয়া। একইসঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নুরুল হক নুরের দ্রুত সুস্থতাও কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
Leave a Reply