1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

নিবন্ধন পাচ্ছে নতুন ২ রাজনৈতিক দল

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ Time View

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার রাজধানীতে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ‘চূড়ান্তভাবে যাচাই-বাছাই শেষে আমরা দুটি দলকে নিবন্ধনের জন্য উপযুক্ত মনে করছি। এদের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।’সচিব জানান, জাতীয় নাগরিক পার্টিকে তাদের প্রতীক বরাদ্দ সংক্রান্ত একটি চিঠি ইসি থেকে দেওয়া হবে। তবে দলগুলোর আনুষ্ঠানিক নিবন্ধনের বিষয়ে বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা ২২টি দলের মধ্যে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি। এছাড়া, তিনটি দলকে ইসির পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।সচিব আরও জানান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সংক্রান্ত একটি আদালতের রায় রয়েছে। সে অনুযায়ী, দলটি নিবন্ধনের অনুমোদন পাবে।

অধিকতর তদন্তে ৯টি দল

নিবন্ধনের জন্য আবেদন করা ৯টি দলের কার্যকারিতা ও সংগঠন কাঠামো নিয়ে আরও তদন্ত করা হবে। দলগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি দলের মধ্যে মাত্র ২২টি দলের বিষয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। বাকিদের বিষয়ে প্রয়োজন অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে।প্রসঙ্গত, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে হলে একটি দলকে নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো, নিয়মিত কার্যক্রম এবং নির্বাচন অংশগ্রহণের ইতিহাসসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv