ফ্যাসিস্টদের আমলে মেট্রোরেল এবং উড়াল সেতু হলেও দেশের মেধাকে কাজে লাগানো হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সহায়তামূলক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।অনুষ্ঠানে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গাজীপুরের ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের তৈরি ‘ফর্মুলা কার’ প্রকল্পকে উৎসাহ ও সহায়তা প্রদান করছেন। শিক্ষার্থীদের তৈরি এই ‘ফর্মুলা কার’ আগামীতে চীনের একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেবে। এ উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, একটি দেশে ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন থাকলে সেই দেশের অবস্থা এমনই হয়। ছাত্রদের মেধাকে বিকশিত না করে তাদের সন্ত্রাসে প্ররোচিত করা হচ্ছে। সত্যিকার অর্থে যদি আমরা একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম তাহলে দেশের উন্নয়ন অনেক দূর এগিয়ে যেত। বিএনপি সেই স্বপ্ন পূরণের পথে কাজ করছে। তারেক রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমরা এখন মেধাবী তরুণদের কাজে লাগাচ্ছি-তাদের উদ্ভাবন ও গবেষণাকে সহায়তা দিচ্ছি।তিনি বলেন, আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতাম, যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ থাকত তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারত-বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রেও। কিন্তু বিগত সময় প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি, শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।রিজভী বলেন, আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে-যারা রেসিং কার তৈরি করেছে, তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে, সেটি বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধশালী হবে।
Leave a Reply