1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ জব্দ

সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬ Time View

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করেছে। এটি সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, বুধবার (৮ অক্টোবর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর ও বিছনাকান্দি বিওপি’র যৌথ আভিযানিক দল গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটাচোকী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২৩৭টি ভারতীয় গরু আটক করা হয়।

এছাড়া, ব্যাটালিয়নের অধীনস্থ লাফার্জ বিওপি’র টহলদল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ এবং নিকটবর্তী আরেকটি এলাকা থেকে আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ চোরাচালান ও মাদকের অনুপ্রবেশসহ সীমান্ত সংশ্লিষ্ট সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান জোরদার করায় সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”বিজিবি জানায়, আটককৃত সব গবাদিপশুর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv