জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন।মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।আখতার আহমেদ বলেন, ‘যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই।’তিনি বলেন, ‘আমরা একটা চিঠি লিখেছি ওনাদেরকে যে, আগামী ১৯ তারিখের ভেতরে বিকল্প চাহিদা হিসেবে প্রতীক জানাবেন। যদি এর মধ্যে না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
Leave a Reply