৫ই আগষ্ট এর সৈরাচার ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও হাসিনার পেটুয়া বাহিনী প্রশাসন কতৃক গুরুতর আহত হয় মাথায় গুলি লেগে…ঢাকার যাত্রা বাড়ী মোড়ে, কোন রকম প্রাণে বেঁচে যায়। এখন সে রেগুলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে-।রীতিমতো অবাক হলাম সে তার আন্দোলন সংগ্রামে অগ্র ভূমিকা পালন করার পরও তার জন্য দলীয় ভাবে কোন খোঁজ খবর নেয়নি, এবং জুলাই যোদ্ধা হিসেবে সরকারি কোন সহযোগীতাও পায়নি।এমনকি চিকিৎসার জন্য কোন সার্বিক সহযোগিতাও পায়নি।তার আগে ২৮শে অক্টোবর ২০২৩ ঢাকা মহাসমাবেশ থেকে গ্রেফতার হয়ে প্রায় দেড়মাস জেল খেটে মুক্তি পায়।
কথা হলো আসলে ১৭ বছরের আন্দোলনের সৈনিক আর জুলাই যোদ্ধা হিসেবে বিএনপি ও বর্তমান ইউনূসের সরকার কাদের জন্য!?যদি আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের খোঁজ খবর নাইবা রাখে!?আমার নিজের কয়েকটি পোস্ট ছিলো সুমন ভাইয়ের আহত হওয়ার চিত্র তুলে ধরার, ভাগ্য খারাপ আমার পুরোনো আইডিটা ডিজাবেল হওয়ায় কোন তথ্য পেশ করতে পারছিনা। তবে কিছু ছবি মোবাইলে মজুদ আছে, কমেন্ট বক্সে দিলাম।দেখেন, আমাদের জাতীয়তাবাদী যোদ্ধারা আমাদের এই শহীদ জিয়ার একনিষ্ঠ সৈনিক এর জন্য কি সহযোগী হতে পারেন,সুমন ভাইয়ের পরিপূর্ণ সুস্থতা কামনা করি।
ফি আমানিল্লাহ।
Leave a Reply