1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

পাহাড়ের অবস্থা এখন শান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ Time View

এখন পাহাড়ের অবস্থা শান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে খাগড়াছড়ির অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই। কিছু কিছু লোকের উদ্দেশ্য ছিল যাতে হিন্দু ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজা উদযাপন করতে না পারেন, কিন্তু তারা সফল হয়নি।তিনি বলেন, ফ্যাসিস্টরা খাগড়াছড়িতে অশান্ত করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।এর আগে, গতকাল (সোমবার) স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। কিছু সস্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।

প্রসঙ্গত, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল করছে না।এদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত প্রেস কনফারেন্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ১৭৬০টি মামলার মধ্যে ৫৫টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এই ৫৫টি মামলার বাইরে বাকি সব মামলা তদন্তাধীন। তবে সরকার ফৌজদারী কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী, ইতোমধ্যে ১৩৬ জনকে মামলার অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছে পুলিশ রিপোর্টের প্রেক্ষিতে। আরও ২৩৬ জনের জন্য আবেদন বিবেচনা করছে পুলিশ, যাদেরকে পুলিশ নিরীহ ও নির্দোষ মনে করছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মোট ১৭৬০টি মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা। অন্যান্য ধারার মামলার সংখ্যা ৯৭৪টি। চার্জশিট দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলায় ১৯৪১ জনকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দিয়েছে। অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।তিনি বলেন, চার্জশিট দেওয়া ১৮টি হত্যা মামলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, শেরপুর, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, কুড়িগ্রাম, বগুড়া, আরএমপিতে। এ ছাড়া অন্যান্য ধারার ৩৭টি মামলা বগুড়া, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী, নরসিংদী ও বরগুনা জেলায়।পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা এসআই বা ইন্সপেক্টররাই তদন্ত করছেন না, সিনিয়র কর্মকর্তারাও সুপারভাইস ও তদন্ত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv