ফেনীর সোনাগাজী বাজারে থানার মাত্র ৩০০ গজ দূরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্থানীয় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি দোকানে ঢুকে অন্তত ৪৫০টি মোবাইল ফোন, হাতঘড়ি, গ্রাহকের সার্ভিসিংয়ের জন্য রাখা ডিভাইস এবং নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে সোনাগাজী বাজারের শেখ আকিলা মার্কেটের ২য় তলায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ ছয়জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অন্তত ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। দুজন দোকানে প্রবেশ করে ব্যাগভর্তি করে মালামাল নিচ্ছিলেন, অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিলেন।ভুক্তভোগী ব্যবসায়ী পলাশ বলেন, ‘প্রতিদিনের মতো হিসাব শেষে রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে এসে দেখি তালা ভাঙা। পরে ক্যামেরায় দেখি সংঘবদ্ধ চোরচক্র দোকান থেকে ৪০০টির বেশি নতুন মোবাইল, গ্রাহকের সার্ভিসিংয়ের জন্য রাখা প্রায় ৫০টি মোবাইল, ৫০টি হাতঘড়ি ও ক্যাশবাক্স থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।’
Leave a Reply