1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে ‘যোগসাজশ’, ইরানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

আদি বাংলা ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১ Time View

কয়েক বছর আগে চার নিরাপত্তা কর্মী এবং একজন ধর্মীয় নেতাকে হত্যার দায়ে আদালতে দোষী সাব্যস্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে ইরানের খুজেস্তানে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে দণ্ডিত সকলের নাম-পরিচয় জানানো হয়নি। মিজান জানিয়েছে- ওই ব্যক্তিদের ইসরায়েলের সঙ্গে যোগসূত্র ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ছয়জন ছিলেন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী, যাদের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররামশাহরে সশস্ত্র হামলা ও বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে। যেখানে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিল।

সপ্তম ব্যক্তি সামান মোহাম্মদী খিয়ারেহ একজন কুর্দি যিনি ২০০৯ সালে কুর্দিশ শহর সানন্দজে সরকারপন্থী সুন্নি ধর্মীয় নেতা মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার দায়ে ইরানের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।মিজান জানিয়েছে, ওই ব্যক্তিদের ইসরায়েলের সঙ্গে যোগসূত্র ছিল। তবে মানবাধিকার কর্মীরা মোহাম্মদী খিয়ারেহের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা উল্লেখ করেছেন যে, হত্যার সময় তার বয়স ছিল মাত্র ১৫ বা ১৬ বছর। ১৯ বছর বয়সে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এক দশকেরও বেশি সময় ধরে তাকে আটক রাখা হয়। তারা অভিযোগ তুলেছেন যে, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের ওপর তাকে দোষী সাব্যস্ত করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০২৫ সাল পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এর আগে সোমবার ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ জানায়, বাহমান চৌবি আসল নামের ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

এ বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ শত শত মানুষ নিহত হন। যুদ্ধে উভয় দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধ শেষে ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচার করা হবে। এর পর থেকে দেশটিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বেশ কয়েকজনের।আগস্টের শুরুতে রুজবেহ ভাদি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে ইরান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধে নিহত এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন তিনি। ৯ আগস্ট ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ২০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে জুলাইয়ে ইরানের সংসদে নতুন একটি আইন পাস করা হয়েছে। ওই আইন অনুযায়ী দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’ দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি; ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক ‘পৃথিবীতে দুর্নীতির’ অপরাধ হিসেবে বিবেচিত হবে। যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে, তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।অন্যদিকে, স্টারলিংকসহ অন্যান্য অননুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এ অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ ১০টির বেশি উৎপাদন বা আমদানি করবে, তাদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। আইএইচআরের দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি।  এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv