ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে।’ রোববার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘সারাদেশে ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছিল। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কিছু চিহ্নিত করেছি। তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয় উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, তার সঙ্গে অসুরের মুখে দাড়ি বসিয়ে দেয়ার কাজটি যোগসূত্রতা দেখা যাচ্ছে।’গতবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘খাগড়াছড়িতে ধর্ষণের যে ঘটনাটি নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে তার কোনো আলামতই পাওয়া যায়নি। ইতিমধ্যে পার্বত্য এলাকায় অবরোধ এবং ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে।’
Leave a Reply