জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়েছেন।
এ অবস্থায় আমরা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। এছাড়া আমরা আশঙ্কা করছি- কিছু কিছু হলে ভোট কারচুপি হচ্ছে, এছাড়া ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে।’এর আগে এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৯ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন।
Leave a Reply