দেশে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে । গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানি হয়েছে ডেঙ্গুতে। এরমধ্যে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ২ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন মারা গেছেন ডেঙ্গু জ¦রে। চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। আগের মাসে মৃত্যুর এই সংখ্যা একই ছিল। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে। একদিনে ডেঙ্গুতে ৬২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮১৪ জনে। বর্তমানে সারা দেশের প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী।
হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্চেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, খুলনা ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর ৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫০৮ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন।গত ১লা জানুয়ারি থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৩৯ হাজার ৮১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী।
Leave a Reply